এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মুক্তিযোদ্ধাগণ এ দেশের সূর্য সন্তান :  শফিকুর রহমান চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৪ ২২:১২:৩৭
মুক্তিযোদ্ধাগণ এ দেশের সূর্য সন্তান :  শফিকুর রহমান চৌধুরী

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধাগণ এ দেশের সূর্য সন্তান। এই সূর্য সন্তানরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ডাকেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাপিঁয়ে পড়েছিল। জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে পেরেছি। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তাঁর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।  তিনি শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট আয়োজিত মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  মূখ্য আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নয়নশীল দেশ উপহার দিয়েছেন। নতুন নতুন উদ্ভাবনের ফলে প্রতিনিয়ত বদলে যাচ্ছে বিশ্ব। এই হাওয়া বাংলাদেশের পালেও লেগেছে। আমাদের এবারের স্বপ্ন, শেখ হাসিনা’র নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। তাই তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সিলেট জেলা কমিটির সাধারণ এডভোকেট শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া।  নন্দিতা দত্ত এবং পরাগ রেনু দেব তমা এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা সভাপতি মনোজ কপালী মিন্টু, সহ সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, দক্ষিণ সুরমা সভাপতি ফয়ছল মাহমুদ, সাধারণ সম্পাদক রুয়েল আহমদ, সদর সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক নাঈন আহমদ, গোলাপগঞ্জ উপজেলার শামীম আহমদ, জেলা সদস্য আতাউর রহমান, যুব কমান্ড নেতা সেলিম আহমদ, এজাজ আহমদ, কাজী এমদাদ আহমদ প্রমুখ।   অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শামীম আহমদ, পথিক রাজু, দলীয় সঙ্গীত পরিবেশনায় জাগরণ সাংস্কৃতিক স্কোয়ার্ড। দলীয় নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয়। অনুষ্ঠানেক সঙ্গীতে সার্বিক সহযোগিতায় ছিলেন অংশুমান দত্ত। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন