এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে  মাতৃভাষা দিবস নানান কর্মসূচির মাধ্যমে পালিত

Daily Jugabheri
প্রকাশিত ২১ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৪ ২১:২৮:৫৩
গোয়াইনঘাটে  মাতৃভাষা দিবস নানান কর্মসূচির মাধ্যমে পালিত

গোয়াইনঘাট প্রতিনিধিঃ   সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানান আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। গোয়াইনঘাটে কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পন মধ্যে  কর্মসূচি শুরু হয়।  ঘড়ির কাঁটায় ১২টাএক মিনিটে  ছুতেই গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমুহের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে গোয়াইনঘাট প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, গোয়াইনঘাট অফিসার্স ক্লাব, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অমর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে বুধবার ২১ ফেব্রয়ারী সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে প্রভাত ফেরী শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সকাল ১০ টায় উপজেলা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।  আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক,উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদী হাসান সুমন,উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার,গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন