এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ইউপি চেয়ারম্যান, সদস্যের সম্মানী বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন : এলজিইডি মন্ত্রী

Daily Jugabheri
প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৪ ০৩:৪৭:১৪
ইউপি চেয়ারম্যান, সদস্যের সম্মানী বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন : এলজিইডি মন্ত্রী

যুগভেরী ডেস্ক :::  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্যের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।
সরকারি দলের সদস্য শফিউল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’
তিনি জানান, ২০১৭ সালে ইউপি চেয়ারম্যানদের ভাতা ১০ হাজার টাকা, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের ৮ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন