যুগভেরী ডেস্ক ::: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্যের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।
সরকারি দলের সদস্য শফিউল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।'
তিনি জানান, ২০১৭ সালে ইউপি চেয়ারম্যানদের ভাতা ১০ হাজার টাকা, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের ৮ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা