এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই রজব, ১৪৪৬ হিজরি

গত ১৭ বছরে আ.লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: কয়েস লোদী

Daily Jugabheri
প্রকাশিত ৩০ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ১৯:১৯:৪৬
গত ১৭ বছরে আ.লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: কয়েস লোদী

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আমাদের দেশ থেকে অনেক মানুষ বিদেশে পাড়ি জমান। তাদের দক্ষভাবে পাঠাতে পারলে আরও বেশি বৈদেশিক মুদ্রা আনা সম্ভব। আওয়ামী লীগ গত ১৭ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে। অতিদ্রুত নির্বাচন করে একটি রাজনৈতিক সরকার গঠন করলে পর্যাক্রমে সকল সমস্যার সমাধান হবে। জাতিকে মেধাশূন্য করতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, শিক্ষার পরিবেশ নষ্ট ও নৈরাজ্যসহ এমন কোনো অপকর্ম নেই যে আওয়ামী লীগ করেনি। তাদের কারণে মেধাবীরা বিদেশমুখী হয়েছে। শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে ও মেধাবী জাতি গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) সিলেট নগরীর চৌকিদেখীস্থ শাহপরান প্রি-ক্যাডেট একাডেমী ক্যাম্পাসে একাডেমী আয়োজিত অনুসন্ধানী মেধাবৃত্তি, বার্ষিকী ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহপরান প্রি-ক্যাডেট একাডেমী পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন আহমদ মাসুকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার জলি’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমীর অধ্যক্ষ আশুতোষ দাস, উপাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ দাস। শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন আবির ও গীতাপাঠ করেন তিথি আচার্য্য। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন