এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৬ হিজরি

রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব নয় : কাইয়ুম চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত ২০ ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ ১৮:৩৯:৫৮
রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব নয় : কাইয়ুম চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত ৫ আগষ্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। বিএনপি সহ দেশের সর্বস্থরের মানুষ এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। কিন্তু পতিত ফ্যাসিবাদ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। দেশী-বিদেশী শকুনের নজর পড়েছে আমার প্রিয় জন্মভূমির উপর। তাই একটি পক্ষ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। এসব কঠিন মোবাকেলা করতে হলে দেশে একটি রাজনৈতিক সরকার প্রয়োজন। কারন রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব নয়। এজন্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংষ্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই।

শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দাউদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওলিউর রহমান ও বিএনপি নেতা আরিফ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক ও কোহিনুর আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, জেলা যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম মঞ্জুর, আব্দুল মালিক মল্লিক, এইচ এম খলিল, আব্দুল মজিদ, মহিদ আলী, সাদেক ইসলাম, রিফল আহমদ, হীরা মিয়া, গিয়াস উদ্দিন, ইয়াকুব রহমান, জামাল উদ্দিন, এটিএম মাহফুজ উদ্দিন, নুরুল ইসলাম, লয়লুছ মিয়া, সাজলু মিয়া, ছালেহ আহমদ, রাজু আহমদ, জামাল আহমেদ জুমন, আখতার হোসেন, জুবায়ের আহমদ শিমুল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন