এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে সেবক হয়ে কাজ করার অঙ্গীকার: এড. এমরান

Daily Jugabheri
প্রকাশিত ০৩ নভেম্বর, রবিবার, ২০২৪ ১৮:৫৪:৪২
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে সেবক হয়ে কাজ করার অঙ্গীকার: এড. এমরান

যুগভেরী ডেস্ক ::: গোলাপগঞ্জ উপজেলা বাঘা ইউনিয়নে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, কিবরিয়া ইসলাম, সৈয়দ আদম মোস্তফা লায়েক সহ প্রবাসী নেতৃবন্দের সম্প্রতি একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমেদ চৌধুরী।

এড. এমরান আহমেদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের সেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এডভোকেট এমরান আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, আমি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সেবক হিসেবে কাজ করতে চাই। আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দিন। নির্বাচনে আমাকে নির্বাচিত করে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিন। বিগত ১৬ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা একটি সুন্দর দেশকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন। এই গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকায় গত ১৬ বছরেও রাস্তাঘাটের কোন সংস্কার হয়নি, যা জনগণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এড. এমরান আহমেদ চৌধুরী জনগণের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি এই এলাকার উন্নয়ন ও মানুষের জীবনের মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমি তাদের সেবায় নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবো।

ফারুক আল মাহমুদ সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পরিচালনার দায়িত্ব পালন করেন আবদুল কাদের সেলিম ও জাহাঙ্গীর আহমদ। সংবর্ধিত অতিথি ছিলেন ফেরদৌস আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এড আবু তাহের, সালেহ আহমদ গেদা, শাহেল আহমদ, আবদুল ওয়াদুদ পাবেল, দুলাল আহমদ, এস এ রিপন, বাচিতুর রহমান, রপহান উদ্দিন, জেবুল আহমদ, তাজ উদ্দিন, জাকির হোসেন, শাকিল আহমদ, হোসেন আহমদ, শেলিম আহমদ, জয়নুল ইসলাম, রিফাত, রুমাদ, মো. রাব্বানী, এবং দৌলব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলার কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য আব্দুল মুমিন খাঁন সাবুল, আনোয়ার হোসেন ছয়ফুল, নজরুল ইসলাম, কামাল আহমদ, আব্দুল কাদির সেলিম, রেহান উদ্দিন,জেবুল আহমদ, তাজ উদ্দিন প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন