এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে সাড়ে ১১লক্ষ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার-৩

Daily Jugabheri
প্রকাশিত ৩১ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:৩০:১২
ওসমানীনগরে সাড়ে ১১লক্ষ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার-৩

ওসমানীনগরে প্রায় সাড়ে ১১লক্ষ টাকা মূল্যের ১শ ৯৮বস্তা ভারতীয় অবৈধ চিনি পাচারকালে চিনিসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তেরাব আলীর ছেলে তারেক মিয়া (২৩), এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামের আব্দুল বারিক কলমদর আলীর ছেলে জুবায়ের আহমদ (২৪) ও দক্ষিণ সুরমা উপজেলার কদমতলি গ্রামের রফিক মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩)।  ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিলেট ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে। আটককৃতরা জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের ছৈফ উল্লাহ’র ছেলে বেলাল আহমদ (৪৮) বলে স্বীকার করলে তাকেসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে মামলার আসামি করা হয়েছে।  জানা যায়, মহাসড়কের ইলাশপুর নামক স্থানে ওসমানীনগর থানার এস আই ওবায়দুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকবর্তি (ট্রাক নং ঢাকা মেট্রো ট-২২-৯১৩৫) চিনিসহ তাদের গ্রেফতার করে । ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন