এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক সংগঠন সেতু’র উদ্যোগে বিনামূল্যে রক্তেরগ্রুপ নির্ণয় কার্যক্রম

Daily Jugabheri
প্রকাশিত ০৮ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ১২:৪০:২২
চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক সংগঠন সেতু’র উদ্যোগে বিনামূল্যে রক্তেরগ্রুপ নির্ণয় কার্যক্রম

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলাধীন শিক্ষা,সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠন “সেতু” র উদ্যোগে বহুমুখী সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর রবিবার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী-২০২৪ এর আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ৯:০০ টা থেকে শুরু হয়ে উক্ত কর্মসূচী বিকাল ৩:০০ টা পর্যন্ত চলে। এলাকার শিক্ষার্থী, সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন, সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি সৈকত বড়ুয়া সাধারণ সম্পাদক হৃদয় বড়ুয়া, প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ অসীম কুুমার বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু স্বর্ণকমল বড়ুয়া, সাবেক সহ-সভাপতি বাবু মানিক বড়ুয়া সহ সংগঠনের সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ। উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সমাজহিতৈষী কর্মকাণ্ড অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। ১৯৯৯ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধন লাভের পর আরো গতিশীল হয় সংগঠনের কার্যক্রম। “সুন্দর সমাজ বিনির্মানে আমরা বদ্ধ পরিকর” এ স্লোগানকে মনেপ্রাণে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নীতিনির্ধারকরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন