এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

সুনামগঞ্জে দোয়ারাবাজারে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত ০৫ অক্টোবর, শনিবার, ২০২৪ ২২:২৭:১১

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ও শনিবার বিকালে নিজ বসতঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দোয়ারাবাজার সদর ইউনিয়নের টেবলাই গ্রামের নুরুল ইসলামের পুত্র খসরু মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বারের পুত্র আলী আকবর, শ্রমিক লীগ দোয়ারাবাজার সদর ইউনিয়ন সভাপতি মাঝেরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম আছকির মিয়ার পুত্র গোলাপ মিয়া।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ওই ঘটনায় আহত যুবক জহিরের ভাই। ওই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন