এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কানাইঘাটে তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

Daily Jugabheri
প্রকাশিত ০১ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ০২:০৯:২৯
কানাইঘাটে তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

ডেস্ক :::: দুর্নীতির অভিযোগে শিক্ষার্থী ও এলাকাবাসীর তোপের মুখে পদত্যাগ করলেন কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া।  সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে তিনি পদত্যাগ করেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে প্রধান শিক্ষক সাজিদ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন।  দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভে সংহতি জানিয়ে অভিভাবকদেরকেও যোগ দিতে দেখা গেছে।  এসময় সাজিদ মিয়া তার পরিবারের লোকজন দিয়ে বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করলে প্রতিষ্ঠানে বেশ উত্তেজনার সৃষ্টি হয়।  একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পদত্যাগের জোরালো দাবি জানায়।  উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়ে বিকেল ৩টার দিকে সাদা কাগজে পদত্যাগের ঘোষণা দিয়ে স্বাক্ষর করেন প্রধান শিক্ষক সাজিদ মিয়া।  বিষয়টি জানতে সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন