এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকার ভোগীদের মধ্যে গো খাদ্য বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৪ ০১:৫০:২২
জৈন্তাপুরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকার ভোগীদের মধ্যে গো খাদ্য বিতরণ

জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:
জৈন্তাপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৬ শে সেপ্টেম্বর) সকালে হাসপাতালের কম্পাউন্ড প্রাঙ্গণে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই গো খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।   এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ খামারীর মাঝে হাঁস মুরগীর খাদ্য, ১০০ জনকে ছাগলের খাদ্য ও ২০ জনকে গরুর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  এসময় গো খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( লাইভস্টক) ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আসাদুল হাবিব, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ( সম্প্রসারণ) মজিবর রহমান, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, এফ এ (কৃত্রিম প্রজনন) আবু জাফর মোহাম্মদ রাজু,এলএফএফ ( ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) পংকজ দেব লিওন, এল,এফ,এ মো শফিকুল ইসলাম, মো রাজিব আহমেদ মো শরীফ উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মী সহ এলাকার সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারীগণউপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন