এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ১২ জুন, বুধবার, ২০২৪ ০০:০১:৩৬
সিলামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন

যুগভেরী ডেস্ক :: দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফটবল টুর্নামেন্ট ২০২৪ গত ১১ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে ঐতিহ্যবাহী সিলাম বাদশাহী টিলা মাঠে অনুষ্ঠিত হয়।
সকালে প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হযরত শাহ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম টুর্নামেন্ট উদ্বোধন করেন।
উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৯নং ওয়ার্ড আওয়াী লীগের সভাপতি ও বিদ্যালয় মানেজিং কমিটির সহ সভাপতি আতিকুর রহমান বাবুল, চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী পাল, ডংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী দাস, হযরত শাহ তৈয়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, সৈয়দ কুতুব জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা দাস, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন।
বিকালে প্রধান শিক্ষক বিপ্লবী পালের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ শাহজাহান এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা রোগী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী এম. আহমদ আলী। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন।
পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন, গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ চ্যাম্পিয়ন হযরত শাহ তৈয়ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়।
প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন