যুগভেরী ডেস্ক ::: টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয়ে শুভসুচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার করা ১২৪ রানের জবাবে বাংলাদেশ ৬ বল বাকি থাকতে লক্ষ্যের ১২৫ রানে পৌঁছায়।
বাংলাদেশের পক্ষে তাওহীদ হৃদয় ঝোড়ো ব্যাটিংয়ে করেছেন ৪০ রান। হৃদয়ের ২০ বলে এই ইনিংসে ছিল ৪টি ছক্কা ও একটি চারের মার।
লিটন দাস ৩৮ বলে ৩৬ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৯ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার নুয়ান তুশারা নেন ৪ উইকেট।
এরআগে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার (৮ জুন) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করেছে ৯ উইকেটে ১২৪ রান।
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ২টি এবং ১টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কার পক্ষে ইনিংস সর্বোচ ৪৭ রান করেছেন পাথুম নিশাঙ্কা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে এবার প্রথমবার হারাল বাংলাদেশ। এর আগে দুটি ম্যাচ হেরেছিল তারা।
দুরন্ত বোলিংয়ের জন্যে ম্যাচ সেরা হয়েছেন রিশাদ হোসেন।
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা : পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহিশ তিকশানা, মাতিশা পাথিরানা ও নুয়ান তুশারা।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন