
যুগভেরী ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সনের সাবেক প্রেস সচিব ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে তিনি এ সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে তিনি সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালুর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সিলেটের কৃতি সন্তান মুশফিকুল ফজল আনসারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তৎকালীন সফল অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের উদ্যোগে রানওয়ে সম্প্রসারণসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ায় সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু সম্ভব হয়েছে।
ইমদাদ হোসেন চৌধুরী বলেন, এখন সময়ের দাবি হলো, পণ্য প্রক্রিয়াকরণ ও আধুনিক প্যাকেজিং ব্যবস্থা চালু করা। এ বিষয়ে রাষ্ট্রদূতের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনসহ অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় নিয়েও আলোচনা করেন তিনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন বিএনপি নেতা।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম, রহিম মল্লিক, মুফতি নেহাল, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকদের মধ্যে মির্জা বেলায়েত আহমদ লিটন, রেজাউল করিম আলো, মতিউল বারী খোর্শেদ, দপ্তর সম্পাদক তারেক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাকারিয়া হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর বিএনপির সদস্য পারভেজ আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা জাহেদ আহমদ, জেলা যুবদল নেতা লায়েক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন