এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সিলেট

Daily Jugabheri
প্রকাশিত ০৭ এপ্রিল, সোমবার, ২০২৫ ১৭:০১:০৫
ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সিলেট

যুগভেরী ডেস্ক ::: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিলেট । দ্রুত এ হামলা ও আগ্রাসন বন্ধের দাবিতে সিলেটে বিভিন্ন স্থানে ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করেছে। এছাড়াও সিলেট জেলা ও মহানগর বিএনপি কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার (৭ এপ্রিল) বাদ জুহরে নামাজের পর থেকে সিলেট মসজিদ থেকে খন্ড খন্দ মিছিল শুরু হয় নগরী চৌহাট্র পয়েন্টে এসে বিক্ষোভ করেন নানা শ্রেণিপেশার লোকজন অংশ নিয়েছেন।

এছাড়া বিএনপি, জামায়াত এবং এনসিপির উদ্যোগে সিলেট বিভিন্ন স্থানে আলাদা আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এসব আন্দোলনে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নিয়েছেন। এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর হামলায় বন্ধ চাই- ইসরায়েল যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম না মেনে এ হামলা মেনে নেওয়া যায় না।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন