এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেটে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৪ মার্চ, সোমবার, ২০২৫ ০১:৩৯:৪৭
সিলেটে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ সিলেট সদর উপজেলার ২ জন শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী  বিতরণ করা হয়েছে।  রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ পরিবারগুলোর মধ্যে উপহার সামগ্রী তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ।   ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান।   এ সময় সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ সহ শহীদ পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।  এ সময় শহীদ প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা, ৪ হাজার টাকা মূল্যমানের খাদ্য সামগ্রী এবং শহীদের বাবা মায়ের জন্য ঈদের পোশাক প্রদান করা হয় ।  সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ঈদের আনন্দ শহিদ পরিবারগুলোদের সাথে ভাগ করে নেয়ার জন্য এটি আমার সীমিত সামর্থে ক্ষুদ্র আয়োজন । তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে প্রশাসন সবসময় আছে থাকবে। যে কোনো সময়ে, যেকোনো প্রয়োজনে। তিনি আরও বলেন, এই ক্ষতিটা আসলে অপূরণীয়, আমরা পূরণ করতে পারব না। যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা থাকবে সবসময় ।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন