এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

ভোলাগঞ্জে প্রশাসনের উচ্ছেদ অভিযান : সরকারি খাস জমি উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ১৮ মার্চ, মঙ্গলবার, ২০২৫ ২২:৩৯:০৪
ভোলাগঞ্জে প্রশাসনের উচ্ছেদ অভিযান : সরকারি খাস জমি উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বরে দখল হয়ে যাওয়া সরকারি খাস জমি উদ্ধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় ১০ নম্বর এলাকার সরকারি জমি দখল করে গড়ে উঠা স্থাপনা ও শতাধিক স্টোন ক্রাশার মেশিন পেলোডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুননাহার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাতের নেতৃত্বে অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়। অভিযানে সরকারি জমি দখল করে গড়ে উঠা একশ’রও অধিক স্টোন ক্রাশার মেশিন এবং অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুননাহার বলেন সরকারি জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে। অতীতে এমন অভিযান কখনো এখানে হয়নি। এবার যেহেতু সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এর পর এখানে আর কাউকে দখল করতে দেওয়া হবে না। টাইম টু টাইম মনিটরিং করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন