
যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাইদুল ইসলাম ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার জানায়, মাত্র ছয় মাস আগে সাইদুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, মঙ্গলবার ভোর রাতে দোয়ারাবাজার এলাকায় ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে যান সাইদুল ইসলাম। আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন