এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট মহানগর জমিয়তের ইফতার মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত ১৭ মার্চ, সোমবার, ২০২৫ ১৪:৩৩:৩৮
সিলেট মহানগর জমিয়তের ইফতার মাহফিল

যুগভেরী ডেস্ক ::: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন,জাতীয় ইস্যুগুলোতে দলমত নির্বিশেষে সবার ঐক্য অপরিহার্য। পরাজিত শক্তির পুনর্বাসিত হওয়ার ক্ষেত্র তৈরি হওয়ার আগেই তা উপড়ে ফেলতে হবে। কোন বিভাজন নয়,অরাজক পরিস্থিতি মোকাবেলায় সকল রাজনৈতিক দলকে এক কাতারে দাড়াতে হবে। ছাত্র জনতার আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশ গঠনে দল মতের উর্ধ্বে ওঠে সকলকে কাজ করতে হবে। তিনি বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন,সংস্কারের পাশাপাশি একটা যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। যাতে সকলের সমান অংশ গ্রহণের ভিত্তিতে সুন্দর রাষ্ট্র কাটামো গঠন সম্ভব হয়। তিনি আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে জমিয়ত কর্মীদের আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান।

তিনি গত শনিবার (১৬ মার্চ) বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর কতৃক নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে রাজনীতিবিদ,শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

সিসিক’র সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী,মহানগর জমিয়তের সাবেক সভাপতি মাওলানা খলিলুর রহমান, উত্তর জেলা জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, দক্ষিণ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহ উদ্দিন, খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান,বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম,বাংলাদেশ লেবার পার্টি সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ,

জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট মোহাম্মদ আলী,জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন,জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন,সৈয়দ শামীম আহমদ,

প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুল্লাহ নেজামী, dailysylhet@gmail.com সৌদি আরব জমিয়ত নেতা বিলাল উদ্দিন, প্রবাসী জমিয়ত নেতা আব্দুল আলিম সাতবাকী, মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমীন,আব্দুস সামাদ, হোসাইন আহমদ,মাওলানা আক্তারুজ্জামান,

জমিয়ত নেতা হাসান আহমদ,মাহদী হাসান, এম বেলাল আহমদ চৌধুরী, লুৎফুর রহমান, মইনুল হক চৌধুরী, আব্দুল মুকিত চৌধুরী,মুফতি জাকারিয়া মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন,শরীফ উদ্দিন খান,

ছাত্র জমিয়ত নেতা জামিল আহমদ, আবু হানিফা,মাহমুদুল হাসান নোমান,জাকির হোসাইন, আইনুল ইসলাম,ইউসুফ আল আজাদ,

মাহফিলে জমিয়ত নেতা মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী,জেলা প্রেসক্লাব সেক্রেটারি নাসির উদ্দিন, নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি সহ জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জী।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন