এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট নগরীতে ‘বর্ণমালা মিছিল

Daily Jugabheri
প্রকাশিত ০১ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ১৫:৩২:৫৪
সিলেট নগরীতে ‘বর্ণমালা মিছিল

যুগভেরী ডেস্ক ::: প্রতি বছরের মত এবারো সিলেট নগরীতে ‘বর্ণমালার মিছিলে’ বরণ করা হলো মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এই আয়োজন করে। আজ ১ ফেব্রুয়ারি সকালে সিলেট সারদা হল প্রাঙ্গণ থেকে, বর্ণমালার মিছিলটি বের হয়ে, নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলা বর্ণ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে, মিছিলকে স্বাগত জানানো হয়। এর পর চলে সাংস্কৃতিক নানা পরিবেশনা এর মাধ্যমে ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা ছড়িয়ে যাবে সবার মাঝে প্রত্যাশা আয়োজকদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন যে সকল বীর শহীদ, তাদের স্মরনে এই বর্নমালার মিছিল। প্রতি বছর পহেলা ফেব্রুয়ারী এই আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। বাংলা বর্ণ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন