এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

……………………………

জৈন্তাপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫
জৈন্তাপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণের জন্য ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তির সনদ। এটি কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, ভোটাধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা নিয়ে জনগণের দোরগোড়ায় এই কর্মসূচি পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণই এ দেশের মালিক, তাই জনগণকে সঙ্গে নিয়েই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে।”
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে প্রদান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া, যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বখত শুয়েব, উপজেলা বিএনপির সহসভাপতি সোহেল আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন তারামিয়া, উপজেলা মুক্তিযুদ্ধা দলের সহসভাপতি মাহমুদ হোসেন, মহানগর যুবদলের সহ গন শিক্ষা বিষয়ক সম্পাদক অঞ্জল দাস, মহানগর কৃষক দলের সহসভাপতি মাহমুদ হোসেন রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাছির উদ্দীন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমদ আলী, যুবদল নেতা ফরহাদুজ্জামান ফাহাদ, মঈনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান ছাব্বির, সাধারণ সম্পাদক রাজন আহমদ রিমন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক রায়হানুল বারী জিসান, ছাত্রদল নেতা ফারুক আহমদ, মোহাম্মদ কিবরিয়া, নোমান আহমদ, সালমান আহমদ, ইকরাম আহমদ, আকিব, সিরাজুল বারী নিশান, আশরাফুল ইসলাম, রাফি আহমদ, মিনহাজ পাবেল, লায়েক আহমদ প্রমুখ। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন