এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

……………………………

বিপিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচন : সভাপতি পাবেল, সাধারণ সম্পাদক রাব্বী

Daily Jugabheri
প্রকাশিত ১৭ মে, শনিবার, ২০২৫
বিপিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচন : সভাপতি পাবেল, সাধারণ সম্পাদক রাব্বী

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৭মে) নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিজেপিএ’র দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নাজমুল কবির পাবেল ২২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল হোসেন পেয়েছেন ৫টি ভোট।সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ২০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৭টি ভোট। এদিকে সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন ২৩ ভোটে এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ ১৪টি ভোটে নির্বাচিত হয়েছেন। এই পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৮ ভোট, শাহ মো. কয়েস আহমদ ৩টি ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ ২৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহীন আহমদ পেয়েছেন ৭ভোট। নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন