এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযৃুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন-বদরুজ্জামান সেলিম

Daily Jugabheri
প্রকাশিত ১৫ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ২২:০৬:৪৩
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযৃুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন-বদরুজ্জামান সেলিম

যুগভেরী ডেস্ক ::: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযৃুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরলেন সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক,বর্তমান মহানগর বিএনপির সম্মানিত সদস্য ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।  মঙ্গলবার ১৫ই এপ্রিল দুপুরে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।  বিমানবন্দরে তাকে স্বাগত জানতে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বদরুজ্জামান সেলিম উপস্থিত নেতাকর্মীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।   এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি মাহবুবুল কাদির শাহী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব প্রমুখ।  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত অসুস্থ ছোট ভাই কামরুজ্জামান শামীমকে দেখতে গত ২৮ ফেব্রুয়ারি রমজানের শুরুতে দেশ ছাড়েন তিনি। লন্ডন হয়ে নিউইয়র্কে গিয়ে কিছুদিন ছোট ভাইয়ের সাথে সময় কাটান ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন। সেখান থেকে যুক্তরাজ্যে পৌঁছে লন্ডনসহ বেশকয়েকটি শহরে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ এবং গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ও মতবিনিময় করেন তিনি।  এছাড়া যুক্তরাজ্যে সাংগঠনিক সফরকালে তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সবশেষে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবীতে দলীয় নেতাকর্মী ও সিলেট-৪ আসনের জনগণের সাথে মতবিনিময় করেন সিলেটের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন