এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট মদনমোহন কলেজে পহেলা বৈশাখ উদযাপন

Daily Jugabheri
প্রকাশিত ১৪ এপ্রিল, সোমবার, ২০২৫ ২১:০০:২০
সিলেট মদনমোহন কলেজে পহেলা বৈশাখ উদযাপন

যুগভেরী ডেস্ক ::: বাংলার প্রকৃতিতে বাজছে বৈশাখের আগমনী বার্তা। গাছের পাতার ফাঁক গলে প্রখর রোদ জানান দিচ্ছে প্রকৃতি নিজেই খুলে দিয়েছে বৈশাখের দুয়ার। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে- আসছে উৎসব, আসছে রঙ, আসছে বৈশাখ।
সরকারি মদন মোহন কলেজের লামাবাজার ক্যাম্পাসে পহেলবৈশাখকে স্বাগত জানিয়ে দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ১০টার দিকে আনন্দ শোভাযাত্রা শুরুর প্রাক্কালে দেশীয় ঐতিহ্যে লালিত রকমারি খাবারের দোকান উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান। পরবর্তীতে বৈশাখী সাজে সজ্জিত মনোজ্ঞ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে রিকাবিবাজার গোলচত্বর হয়ে কলেজে ক্যাম্পাসে পুনরায় মিলিত হয়।
আনন্দ আলাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক পর্ষদ সম্পাদক লে. মো. মনিরুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কলেজ উপাধ্যক্ষ শ্রদ্ধেয় সর্ব্বানী অর্জ্জুন বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ১৪৩২ বাংলা পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হোসনে আরা কামালী।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, “বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। গ্রামে মানুষ ভোরে ঘুম থেকে ওঠে, নতুন জামাকাপড় পরে এবং আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে বেড়াতে যায়। বাড়িঘর পরিষ্কার করা হয় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয়। বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে। বাঙালির চিরায়ত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই পহেলা বৈশাখ। আমরা এমন উৎসব পালনের মাধ্যমে আমাদের সংস্কৃতির পরম্পরা বজায় রাখতে বদ্ধ পরিকর।
আনন্দ আলাপনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জনাব আব্দুল হামিদ, পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান জনাব রনজিৎ মোহন্ত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রজত কান্তি ভট্টাচার্য, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রেহানা আক্তার সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক উজ্জ্বল দাস।
পহেলা বৈশাখ উৎসব কমিটি অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি ও সার্বিক আনন্দদানে সহায়তাকারী কলেজ বিএনসিসি ইউনিট, রোভার স্কাউট, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী , কলেজের অফিস সহায়ক কর্মচারি, সহায়ক কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন