এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

মিয়ানমারে আবারও ভূমিকম্প

Daily Jugabheri
প্রকাশিত ১৩ এপ্রিল, রবিবার, ২০২৫ ১৫:১১:১৩
মিয়ানমারে আবারও ভূমিকম্প

যুগভেরী ডেস্ক ::: ভূমিকম্পে বিধ্বস্ত দেশ মিয়ানমারে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার ( ১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

বার্তা সংস্থা এপি জানায়, মিয়ানমারের (বার্মা) মান্দালয় অঞ্চলের চাইং-এর কাছে এটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫০ এবং এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

প্রাথমিকভাবে এই ভূমিকম্পের প্রভাব সম্পর্কে জানা যায়নি।

এর আগে গত মাসের শেষের দিকে মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার।

ওই ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় ৪ হাজার ৭০০ জন। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছে অনেকেই।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন