এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

নেপালে ৩ মিনিটে দুবার ভূমিকম্প, কাঁপল ভারতও

Daily Jugabheri
প্রকাশিত ০৫ এপ্রিল, শনিবার, ২০২৫ ১৪:৫০:২৬
নেপালে ৩ মিনিটে দুবার ভূমিকম্প, কাঁপল ভারতও

যুগভেরী ডেস্ক ::: এবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুবার আঘাত হেনেছে দক্ষিণ এশিয়ার এই দেশে। স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে ও ৮টা ১০ মিনিটে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে। রিখটার স্কেলে যথাক্রমে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ ও ৫ দশমিক ৫।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাজারকোটের পাইক এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলমিটার।

ভূমিকম্পের ফলে পশ্চিম নেপালের সুরখেত, দৈলেখ এবং কালিকটসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নেপালের এই ভূমিকম্পে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠেছে।

এর আগে, গেল শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭ দশমিক ৭। ওই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মায়ানমারে মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। এর প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন