
সিলেট সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডে অবস্থিত ফেঞ্জুগঞ্জ রোডের পাশে সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদ, সিলেট কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শুক্রবার বাদ এশা সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সভাপতি শাহজাহান খাঁন এর বাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাহজাহান খাঁন। সভায় কার্যকরী কমিটির সকল সদস্যগণের মধ্যে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- শাহজাহান খাঁন, মোয়াজ্জেম হোসেন, মহসিন খাঁন, মোঃ সয়ফুর রহমান লিটন, ইমাম উদ্দিন কামাল ও মজনু ভূঁইয়া প্রমূখ। এছাড়া নিন্মে বর্ণিত বিষয়ে কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ১। এলাকার রাস্তাঘাট মেরামত/সংস্কার ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ২। সড়ক বাতির বৈদ্যুতিক কাজের জন্য মই ক্রয়ের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ৩। সিলভার ভিলেজ আবাসিক এলাকায় রাত্রের বেলায় বখাটেদের আড্ডা বন্ধের জন্য টহল পুলিশের তদারকির জন্য অফিসার ইন-চার্জ, দক্ষিণ সুরমা থানা বরাবর আবেদন প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৪। উপদেষ্টা পরিষদে নতুন ০২ জন সদস্য মোঃ শফিকুর রহমান এবং আব্দুল মতিন সাহেব কে উপদেষ্টা পরিষদে অর্ন্তুভূক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৫। উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত সেক্রেটারি সয়ফুর রহমান লিটন কে সেক্রেটারি পদে স্থায়ী করণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন