এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

নগরীতে ১৭ পরগনার মুরব্বিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ১৬ মার্চ, রবিবার, ২০২৫ ০১:২৪:২২
নগরীতে ১৭ পরগনার মুরব্বিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী ১৭ পরগনার মুরুব্বিদের সম্মানে ইফতার মাহফিল সিলেট নগরের মিরাবাজারে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হেলাল আহমদের উদ্যোগে একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ১৭ পরগনার বিশিষ্ট মুরুব্বি কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
আসিক উদ্দীন চৌধুরী , খরিল পরগনার এনায়েত উল্লাহ চেয়ারম্যান , পাঁচবাগ পরগনার আব্দুল মতিন চেয়ারম্যান, চতুল পরগনার মাওলানা আবুল হোসাইন চেয়ারম্যান , বর্ণফূদ পরগনার মাস্টার আবু বক্কর চেয়ারম্যান, মোলাগুল পরগনার আহমদ সুলেমান চেয়ারম্যান, জৈন্তাপুর রাজ পরগনার শুকুর মিয়া , সাতবাক পরগনার
মাওলানা জামিল আহমদ , চাউরা পরগনার সেলিম আহমদ, চতুল পরগনার আলমাস চৌধুরী ও মুহিবুল হক বাবুল, হরিপুরের ইলিয়াস মিয়া মেম্বার , বর্ণফূদ পরগনার ওমর ফারুক ,বাউরভাগ পরগনার তৈমুর রশিদ , জৈন্তাপুর রাজ পরগনার আব্দুল আহাদসহ অন্যান্য পরগনার সালিশী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ,উলামায়ে কেরাম, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন