এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

Daily Jugabheri
প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১৮:৫৫:৩৬
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্যের সাথে মতবিনিময় করেছেন নবাগত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুর ১২ ঘঠিকার সময় গোয়াইনঘাট উপজেলা কনফারেন্সে রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন– গোয়াইনঘাটের সকল সমস্যা সমাধানে মিডিয়া ও সরকার কে একযোগে কাজ করতে হবে। সাংবাদিক দের কাজ হচ্ছে অপরাধ তোলে ধরা এবং কোন অপরাধ সংঘটিত হবার সম্ভাবনা থাকলে তাও জন সম্মুখে তোলে ধরতে হবে। আমি গোয়াইনঘাটের সাংবাদিক দের অনেক ইউনাইটেড দেখে আমাদের অনেক ভালো লাগলো। শিক্ষা এবং সংস্কৃতি পিছিয়ে এ জনপদে যুগোপুযোগি করে গড়ে তোলতে শিক্ষার বিকল্প নেই। কেননা শিক্ষাই জাতীর মেরুদন্ড, যে জাতী যত বেশি শিক্ষিত সে জাতী তথ বেশি উন্নত। পাশাপাশি এ সিলেটের উন্নয়নে প্রবাসীদের অবদান অনন্য। তারা রেমিট্যান্সযোদ্ধা যোদ্ধা। তারা টাকা পাঠিয়ে দেশকে টিকিয়ে রেখেছেন, আমি গোয়াইনঘাটের সকল প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন বিগত বন্যার ভয়াবহ অবস্থা এ জনপদকে ছিন্নভিন্ন করেছে, এ অবস্থা কাটিয়ে উঠতে গোয়াইনঘাট কে আরও সময় লাগবে।পাশাপাশি আজকে যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন, তেমনি যাওয়ার সময় ও আপনারা আমাকে ভালোবাসা দেখিয়ে বিদায় দিবেন এটাই প্রত্যাশা করছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, সাবেক সভাপতি এম এ মতিন, এম এ মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন , সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, বিলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক হারুন আহমদ,সাবেক প্রচার ও অর্থ সম্পদক, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পী,মিনহাজ মির্জা, নজরুল ইসলাম, হুমায়ুন আহমদ, আমির উদ্দিন, রফিক সরকার, কাউসার আহমদ রাহাত, সাইদুল ইসলাম, আজিজুর রহমান, হারুনুর রশিদ, ফয়সল আহমদ সাগর, শাহ আলম, বিলাল উদ্দিন, প্রমুখ।

উল্লেখ্য যে রতন কুমার অধিকারী ইতিপূৰ্বে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন, সাম্প্রতিক তিনি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তাহার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ১৪ নং মুরাদ নগর ইউনিয়নে। তিনি সরকারী কর্ম কমিশনের ৩৬ তম বিসিএস এর প্রাশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।এর পূর্বে তিনি জুড়ী উপজেলার এসিল্যান্ট, রাজনগর উপজেলা এসিল্যান্ট ও বান্দরবানে ভূমি অধিদপ্তরে কর্মরত ও ব্রাহ্মণ বাড়িয়ায় কাজ করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন