এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেটে ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ০১ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ১৬:০৫:২৪
সিলেটে ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার

যুগভেরী ডেস্ক ::: সিলেটে ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর ৩৮ নং ওয়ার্ডস্থ টুকেরবাজার তেমুখী পয়েন্টে এলাকায় সুন্দর আলী জামে মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, নিহতের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে কিংবা তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আরোও জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন ড্রেনের ভেতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে জালালাবাদ থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসামী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন