এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে দুর্ঘটনার শিকার শাবিপ্রবি শিক্ষকদের বাস

Daily Jugabheri
প্রকাশিত ২০ জানুয়ারি, সোমবার, ২০২৫ ১৮:৪৯:৩০
সিলেটে দুর্ঘটনার শিকার শাবিপ্রবি শিক্ষকদের বাস

যুগভেরী ডেস্ক ::: সিলেটে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের একটি বাস।

সোমবার (২০ জানুয়ারি) টিলাগড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনার শিকার হন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহণ প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া। তিনি জানান, আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে টিলাগড় থেকে ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় শাবিপ্রবি শিক্ষকদের বাসের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসে যাত্রী কম থাকায় কারো কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে। বর্তমানে ট্রাক আটকে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন