যুগভেরী ডেস্ক ::: সিলেটে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের একটি বাস।
সোমবার (২০ জানুয়ারি) টিলাগড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনার শিকার হন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহণ প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া। তিনি জানান, আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে টিলাগড় থেকে ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় শাবিপ্রবি শিক্ষকদের বাসের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসে যাত্রী কম থাকায় কারো কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে। বর্তমানে ট্রাক আটকে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা