এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই রজব, ১৪৪৬ হিজরি

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ০৫ জানুয়ারি, রবিবার, ২০২৫ ১১:১২:৫০
শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

যুগভেরী ডেস্ক ::: শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে পাঁচশতকধীক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৩ জানুয়ারি চট্টগ্রাম বিজ্ঞান কলেজ মিলনায়তনে বাকলিয়া বগারবিল এলাকার শীতার্ত মানুষের মাঝে ৩৫০ পিস কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের পরিচালক লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন শিবুল সেন, লায়ন জাহেদ হোসেন, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া।
বক্তাগণ বলেন অসহায় এসব মানুষদের প্রতি বুক ভরা ভালবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে। আমরা চেয়েছি এই মানুষগুলোও আমাদের মতো একটু উষ্ণতা উপভোগ করুক। বক্তাগণ অসহায় শীতার্ত মানুষোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান এবং তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্যব্যক্তি ও সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উক্ত সংগঠন গত ২ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রামের আসকারদীঘি পাড় এলাকায় ১৫০ পিস কম্বল বিতরণ করা হয়।।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন