এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ আহমদের মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক

Daily Jugabheri
প্রকাশিত ০২ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ২১:৩৫:৩৩
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ আহমদের মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ফরিদ উদ্দিনের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ধার্মিক এবং সৎ ও সজ্জন মানুষ হিসেবে মরহুম ফরিদ উদ্দিনকে এলাকার সকলে সম্মান ও শ্রদ্ধা করতেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। দলের প্রতিটি কর্মসূচিতে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন ফরিদ উদ্দিনকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
এদিকে সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জিয়া পরিষদ সিলেট মহানগর সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা।
পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ফরিদ উদ্দিনকে সিলেট জেলা বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে সিলেট জেলা বিএনপি’র অসামান্য ক্ষতি হলো। তিনি একজন ধর্মপরায়ণ ও পরোপকারী ব্যক্তি ছিলেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন