সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুরে অবস্থিত নাজাতুল উম্মাহ একাডেমিতে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১লা জানুয়ারি) সকাল ১০টার সময় নাজাতুল উম্মা একাডেমির হলরুমে এই বই বিতরণ অনুষ্ঠিত হয়। শিক্ষক জাবেদ হোসাইন আবিদ এর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা গোলাম রাব্বানী শামীম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজাতুল উম্মা একাডেমির প্রতিষ্টাতা ও চ্যারিটি সংগঠন হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে এর চেয়ারম্যান আব্দুল মজিদ ফটিক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে এর সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ শামিম সিদ্দিকী, নাজাতুল উম্মা একাডেমির কোষাধ্যক্ষ আলতাফুর রহমান টিপু, বিশিষ্ট সমাজসেবী গিয়াসউদ্দিন নানু মিয়া, আব্দুস শহিদ কলা মিয়া, শিব্বির আহমদ সাবের, আব্দুল কাইয়ুম, শিক্ষকবৃন্দের মধ্যে মাওলানা যোবায়ের আহমদ, হাফেজ নুরুল ইসলাম, সায়েফ আহমদ, মাহি আহমদ প্রমুখ। এ সময় নাজাতুল উম্মা একাডেমির ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাজাতুল উম্মা একাডেমির প্রতিষ্টাতা ও চ্যারিটি সংগঠন হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে এর চেয়ারম্যান আব্দুল মজিদ ফটিক বলেন, প্রাথমিক শিক্ষা ও নুরানী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে নাজাতুল উম্মা একাডেমির যাত্রা শুরু হয়েছে। আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয়ে এই প্রতিষ্টানটি প্রাথমিকভাবে ৫ম শ্রেণি পর্যন্ত থাকবে, পরবর্তীতে আরও পরিসর বৃদ্ধি করা হবে। নাজাতুল উম্মা একাডেমি আন্তর্জাতিক মানের ন্যায় শিক্ষা প্রতিষ্টান হিসেবে গড়ে তুলতে চাই।