যুগভেরী ডেস্ক ::: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের জন্য নতুন সদস্য আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি ) ইমজার পক্ষ থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সিলেটে দায়িত্বরত দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত রিপোর্টার ও ক্যামেরাপার্সনগণ ইমজার সদস্য হতে আবেদন করতে পারবেন।
সদস্য হতে ইচ্ছুকদের সিলেট নগরীর জিন্দাবাজারে ব্লু ওয়াটার শপিং সিটির নবম তলায় ইমজা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
আগামী ৭ জানুয়ারির মধ্যে ইমজা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
একই সময়ে ইমজার সদস্যপদ নবায়নের কার্যক্রমও চলবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন