মো: শাহীন আহমদ :: নতুন বছরে নতুন ক্লাসে ওঠার আনন্দ। তার সাথে যোগ হয়েছে নতুন বই পাওয়ার খুশি। এই খুশি যেন কোনভাবেই বাধ মানতে চায় না শিক্ষার্থীদের। তাই তো নতুন ক্লাসের নতুন বই পাওয়ার অপেক্ষায় আছেন সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে কেউ পড়তে চায় গল্প, কেউবা পরিকল্পনা করছে মলাট লাগানোর।
শিশু শিক্ষার্থীদের তর সইছেনা বাবা-মাকে বই দেখানোর। বছরের প্রথম দিন আগামীকাল, সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই দেওয়া হবে বই। তাই সিলেট সরকারি অগ্রগামী স্কুল এন্ড কলেজে বই বিতরণের প্রস্তুতি নিতে দেখা য়ায়। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে গিয়ে দেখা যায় বই প্রস্তুতির কাজ চলছে, আগামীকাল ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। বিনামূল্যে বই তুলে দেওয়া হবে শিক্ষার্থীর হাতে। নতুন পাঠ্যবই পাওয়ার অপেক্ষায় আছে শিক্ষার্থীরা, সিলেট সরকারি অগ্রগামী স্কুল এন্ড কলেজর একজন শিক্ষক বলেন আনন্দ আর ধরে না। আমার নতুন বই ধরতে খুব ভালো লাগছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন