যুগভেরী ডেস্ক ::: হযরত শাহ জালাল (রহঃ) এর সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম মহান আউলিয়া হযরত তৈয়ব ছয়লানী (রহঃ) এর বার্ষিক উরুস মোবারক ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন। গতকাল দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকেরবাজার শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়।
হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহঃ) ওয়াকফ এস্টেট’র মোতাওয়াল্লী ও সম্পাদক অবসরপ্রাপ্ত সুবেদার শাহ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও শাহ আব্দুল গফফার এবং শাহ ফাহাদ যৌথ পরিচালনায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামীর বক্তারা বয়ান পেশ করেন এবং ফজরের সালাতের পর শেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।
মাহফিলের সার্বিক পরিচালনা দায়িত্বে ছিলেন খাদেম পরিবারের অন্যান্য সদস্যগণের মধ্যে সাবেক মোতাওয়াল্লী মরহুম আয়ূব শাহ সাহেবের পুত্র অবসরপ্রাপ্ত ফরেস্ট অফিসার শাহ মুহিবুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী শাহ আতিকুর রহমান, শাহ পংকি, শাহ ওলিদুর রহমান, শাহ আবুল, শাহ সফিক, শাহ রফিক, শাহ শাহাব উদ্দিন, শাহ সিরাজ উদ্দিন, শাহ খলিলুর রহমান, শাহ রফিক, শাহ মনফর, শাহ আলমগীর, শাহ সদাগর, শাহ দুলাল, শাহ হুমায়ুন, সাবেক মোতাওয়াল্লী মরহুম এডভোকেট শাহ ছৈদুর রহমান সাহেবের পুত্র শাহ নজমুল, শাহ সুজন, শাহ আহমদ,শাহ লুকমান, শাহ রহমান, শাহ ফুরুক, শাহ সুলতান বাদল, শাহ নজরুল, শাহ আজমল, শাহ সাহেদ, শাহ রহিম, শাহ কবির, শাহ খালেদ, শাহ বদরুল আলম, সুমন শাহ, শাহ শিপলু, শাহ আব্দুল গফফার, শাহ জুনেদ, শাহ জুবেল, শাহ মিছবা, শাহ পাপলু, শাহ ওয়াহিদ, শাহ রুমেল, শাহ রুবেল, শাহ মুন্না, শাহ জালাল, শাহ ওলিদ, শাহ এনাম, শাহ আফজল, শাহ আশরাফ, শাহ ইউনুছ, শাহ কামরুল, শাহ তুহিন, শাহ রাহাদ, শাহ ফাহাদ, শাহ আহাদ, শাহ হাসান রনি, শাহ নয়ন, শাহ মাজিদ, শাহ ইয়াছির, শাহ আরশাদ, শাহ সাবের, শাহ শাকিল, শাহ জিহান, শাহ হাসান, শাহ সায়েম, শাহ হাবিব প্রমুখ।-বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন