যুগভেরী ডেস্ক ::: সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নের উলামায়ে কেরামের সংগঠন, খাদিম নগর উলামা ঐক্য পরিষদের এক জরুরি আলোচনা সভা গতকাল ২২ ডিসেম্বর রবিবার জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর হলরুমে অনুষ্ঠিত হয়।
খাদিম নগর উলামা ঐক্য পরিষদের সভাপতি শিমুল কান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা বিলাল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মংলিপার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, লাখাউরা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ, টিলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল মালিক, মাওলানা শায়খ মুতাওয়াক্কিল বিল্যাহ জালাল, পরিষদের সেক্রেটারী আবু হুরায়রা রাঃ মাদ্রাসা মহালদিক এর ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ইয়াহইয়া খান, পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজ শামীম আহমদ, সাতগাঁও দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা যুবায়ের আহমদ, ফড়িংউরা মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল মুমিন, বড়শলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জাহেদ আহমদ, পরিষদের কোষাধ্যক্ষ লাখাউরা আল হেরা মাদ্রাসার মুহতামিম হাফিজ আব্দুল মুমিন, মংলিপার মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম, আব্দুল হাফিজ-খানম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি এনামুল হক, সোনাডহর মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা শরীফ আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে অতর্কিত হামলা করে তাবলীগের ৪ জন সাথী কে শহীদ করে এতাআতী জামাত প্রমাণ করেছে তারা সন্ত্রাসী এবং ইসলামের দুশমন। বক্তারা বলেন, ওরা যে বাতিল জামাত তা এখন স্পষ্ট হয়ে গেছে। বক্তারা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সারা দেশে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ভাবে সম্মিলিত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এতাআতী নামক কোন গোষ্ঠী কে মসজিদ ব্যবহার করতে দেওয়া যাবে না। তাই উলামা মাশায়েখদের পরামর্শ অনুযায়ী আমরা খাদিম নগর উলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রিয় খাদিম নগর ইউনিয়নের মসজিদ গুলোর মুতাওয়াল্লী, সেক্রেটারি ও সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি যে এখন থেকে খাদিম নগরের কোন মসজিদে যেন এতাআতীদের কোন জামাত প্রবেশ না করে। প্রতিটি মহল্লার দ্বীনদার মুরব্বি ও যুব সমাজের প্রতি আমাদের উলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে বিশেষ অনুরোধ যে সাদপন্থী এতাআতী সন্ত্রাসীদের সামাজিক ভাবে বয়কট করুন। প্রতিরোধ গড়ে তুলুন। আপনাদের পাশে আমাদের পাবেন। সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।
সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন