এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নিয়োগপত্র পরিচয়পত্র প্রদান সহ ৮ দফা দাবিতে নগরিতে প্রেস শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

Daily Jugabheri
প্রকাশিত ২১ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ১৫:১৩:৪৪
নিয়োগপত্র পরিচয়পত্র প্রদান সহ ৮ দফা দাবিতে নগরিতে প্রেস শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

যুগভেরী ডেস্ক ::: অবিলম্বে নিন্মতম মজুরি বোর্ড গঠন করে বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা, প্রেস/মুদ্রণ শিল্পে শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন ও প্রেস শ্রমিক ইউনিয়নের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ২০ ডিসেম্বর’২৪ শুক্রবার বিকেল ৪টায় নগরিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট: ২৪৯৭)।
মিছিলটি ক্বীণ ব্রীজের মুখ থেকে শুরু হয়ে নগরির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জালালাবাদ পার্কের সামনে এসে জেলা সভাপতি আবুল কালাম আজাদ সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ-এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুর রব জামিল, যুগ্ন সম্পাদক সহিদুল ইসলাম, মনির হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মির আজাদ, বারুতখানা আঞ্চলিক কমিটির সভাপতি রতন চন্দ্র রায়, লালদীঘির পাড় আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সদস্য সাইফুল ইসলাম, মো: আলমগীর হোসেন, শেখ রাজু, উজ্জল মিয়া, এমরান আহমদ রিমন, হাবিবুর রহমান মুন্না, বাতেন খন্দকার, মো সোহেল রানা, দিদারুল ইসলাম, সোহেল হোসাইন, শাহীন আহমদ সহ প্রমুখ।

বক্তারা বলেন প্রেস শ্রমিক ইউনিয়ন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৪ জুলাই ২০২২ সনে সরকার প্রেস সেক্টরে নি¤œতম মজুরি হারের গেজেট (এসআরও নং ২৪৬ আইন/২০২২) প্রকাশ করে। কিন্তু গেজেট প্রকাশের ৩ বছর হতে চললেও অদ্যাবধি তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ৫-ধারায় নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানের আইন থাকলেও তা শুধু কাগজে কলমে। প্রতি ১ বছর অন্তর মূল বেতনের ৫% ইনক্রিমেন্ট বৃদ্ধি করার বিধান থাকলেও তা বাস্তবায়ন হচ্ছেনা। যার ফলে বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির এই সময়ে প্রেস শ্রমিকরা নিদারুন দুঃখ-কষ্টে মানবেতরভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। একাধিকবার শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নের প্রেক্ষিতে মালিকদের নিকট স্মারকলিপি/চিঠি/বৈঠক করেও কার্যকর কোনো সমাধান হয়নি। এমতাবস্থায় শ্রমিকদের দাবি আদায়ের একমাত্র পথ রাজপথ বেঁছে নিতে বাধ্য হয়। নেতৃবৃন্দ শ্রমিকদের ৮ দফা দাবি আদায়ের প্রেক্ষিতে সকল প্রেস শ্রমিকদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন