যুগভেরী ডেস্ক ::: কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, দেশের সামগ্রীক উন্নয়ন ও অগ্রগতির জন্য সঠিকভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলে সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে সুষম উন্নয়ন নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে। তিনি আরও বলেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতি গত ৫০ বছরে অত্যন্ত সুনামের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সঠিকভাবে আয়কর প্রদানের ক্ষেত্রে তারা জনগণ ও রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কর আইনজীবী সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তিনি এই প্রতিষ্ঠানের সদস্যদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সামছুল হক, সিলেট ল’ কলেজ গভর্নিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশন বিটিএলএ’র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, সমিতির ৫০ বছর পূর্তি উদযাপন উপদেষ্টা পরিষদের আহ্বায়ক আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সিনিয়র আয়কর আইনজীবী মো. হাসনু চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, এডভোকেট শাহ মো. আশরাফুল ইসলাম, আয়কর আইনজীবী এডভোকেট সজল কুমার রায়, এডভোকেট মো. শফিকুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, এডভোকেট সমর বিজয় শী শেখর, আয়কর আইনজীবী সিরাজুল হোসেন আহমদ আলমগীর, আয়কর আইনজীবী কাওসার মাহমুদ চৌধুরী, এডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, আয়কর আইনজীবী মো. জহিরুল ইসলাম রিপন, এডভোকেট আনসার হোসেইন, এডভোকেট ড. মো. শহীদুল ইসলাম, এডভোকেট ফারজানা হাবীব চৌধুরী, আয়কর আইনজীবী মো. মিজানুর রহমান মিঠু, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, আয়কর আইনজীবী মো. খায়রুল আলম, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, আয়কর আইনজীবী মওদুদ আহমদ, আয়কর আইনজীবী সঞ্জয় মালাকার, এডভোকেট মো. আজমল হোসেন, এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ, এডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন, আয়কর আইনজীবী মো. বাহা উদ্দিন বাহার, আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, আয়কর আইনজীবী মো. মাজহারুল হক, আয়কর আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেইন মঞ্জু প্রমুখ।
৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সমিতির বিভিন্ন সময়কার দায়িত্বশীল, প্রয়াত পরিবার এবং সিলেট জেলা জজশীপের বিভিন্ন পদে নিয়োগ পাওয়ায় সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে একটি স্মারক প্রকাশ করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী নিজাম উদ্দিন খান ও গীতা পাঠ করেন আয়কর আইনজীবী প্রফেসর ঋষিকেশ ধর। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়ায় ৫০ বছর পূর্তির কেক কাটেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন