এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

Daily Jugabheri
প্রকাশিত ০৭ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ১৮:৩৭:৪০
ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর শনিবার সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। শনিবার (০৭ ডিসেম্বর) কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

তফসিল অনুযায়ী ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য মনোনয়নপত্র আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে, ১৭ ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর বিকাল ৪টা থেকে ৭টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার ও আপিল শুনানি, ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে।

নির্বাচনের বিস্তারিত তথ্য ক্লাবের নোটিশ বোর্ডে টাঙানো নির্বাচনী তফসিল থেকে জানা যাবে।

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন