যুগভেরী ডেস্ক ::: জমকালো আয়োজনে বরইকান্দি ও ২৮ নং ওয়ার্ড ফুটসাল টুর্নামেন্ট-২০২৪ এর ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে কাজীরকলা এলাকায় বরইকান্দি ও ২৮ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে এই ট্রফি ও জার্সি উন্মোচনের আয়োজন করা হয়। এর পূর্বে টুর্ণামেন্ট উপলক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়।
টুর্নামেন্টের আহবায়ক আহমেদ সুয়েব এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সিমুল এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তারকা ব্যাডমিন্টন প্লেয়ার মারুফ আহমেদ।
যুক্তরাজ্য প্রবাসী মোজাহিদ আহমদ, ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, লন্ডন প্রবাসী মহসীন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মারুফ আহমদ, ফখরুল হাসান, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী রোটারিয়ান নিজাম আল দ্বীন এর সহযোগিতায় আয়োজিত এবারের ফুটসাল টুর্ণামেন্টে ৩৬টি দল অংশগ্রহন করছে। জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নিলামের মাধ্যমে ৩৬টি দলকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়। আগামী ১১ ডিসেম্বর এ টুর্ণামেন্টের উদ্বোধন হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে ফেরাতে পাড়ায় পাড়ায় এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে হবে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই সুস্থ্য থাকে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন