ফ্রেন্ডস সোসাইটি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট’এর গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ
ফ্রেন্ডস সোসাইটি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট’এর গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ
Daily Jugabheri
প্রকাশিত ০৭ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ১৮:৪২:৪৫
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের গোটাটিকর দ্বিমুখী উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে ‘ফ্রেন্ডস সোসাইটি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে শুক্রবার ৬ই ডিসেম্বর রাত ৯টার দিকে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও
বিশিষ্ট সংগঠক ছাত্রদল নেতা লিমন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, আকতার রশীদ চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসাযী হাজী আব্দুল কাদির, ইনকাম ট্যাক্স ল’ ইয়ার মোঃ খাযরুল আলম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী আব্দুল হাছিব, বিএনপি নেতা উজ্জল রঞ্জন চন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনজুর আহমদ, ৪০নং ওয়ার্ড বিএনপি নেতা হাসনাত আহমদ, বিশিষ্ট শ্রমিকনেতা রাজু আহমদ তুরু, বিশিষ্ট ব্যবসাযী সন্তু লাল ধর, নোমানুল হক জুনেদ, খবির আহমদ, বাবলা আহমদ, শিহাব আহমদ, মোঃ ইকবাল হোসেন, রফিক আহমদ, যুক্তরাজ্য প্রবাসি জুবেদ আহমদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখার পাশাপাশি সামাজিক বন্ধনকে শক্তিসালী করে রাখে। ফুটবল খেলার হারানো ঐতিহ্য আমাদের ফিরিয়ে আনতে হবে। সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে সরকারিভাবে মাট থাকা প্রয়োজন যাতে শিশু কিশোররা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে পারে৷ গোটাটিকর দ্বিমুখী উচ্চবিদ্যালয় সংলগ্ন এই খেলার মাঠের সামগ্রিক উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। দক্ষিণ সুরমায় আলাদা করেও একটি স্টেডিয়ামের প্রয়োজন রয়েছে।
মাসব্যাপী ১৩৬টি ফুটবল টিমের অংশ গ্রহনে ফাইনালে মডেল নার্সিং কলেজ ও ডেভিড ব্রাদার্স মুখামুখি হয়। তুমুল উত্তেজনাকর খেলায় কোনো দল গোল করতে পারেনি। ট্রাইব্রেকারে ডেভিড ব্রাদার্স ২-০ গোলে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব লাভ করে। এ সময় চ্যাম্পিয়ান টিম ডেভিড ব্রার্দাসের হাতে চ্যাম্পিয়ান পুরস্কার মোটর সাইকেল তুলে দেন প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদী সহ অতিথিবৃন্দ।