এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীলদের সমাবেশ

Daily Jugabheri
প্রকাশিত ১৪ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ২১:০৭:০৫
সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীলদের সমাবেশ

যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। জুলাই আন্দোলনের শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, নিহতের চোখের পানি এখনো বন্ধ হয়নি। আহতরা এখনো হাসপাতালের বেডে কাৎড়াচ্ছে। এমন সময়ে যে কোন পদক্ষেপ নিতে হলে অন্তর্বর্তী সরকারকে ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদের দোসর ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া থেকে বিরত থাকতে হবে। কারণ ছাত্র-জনতার খুনীদের দোসরকে পুনর্বাসন শহীদদের রক্তের সাথে বেইমানীর শামিল। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সজাগ ও সতর্ক থেকে জাতির প্রত্যাশা পূরণে কার্যকর ভুমিকা পালন করতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় মহানগরীর সকল সাংগঠনিক থানার আমীর-সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।
মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহাজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, শামীম আহমদ, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম, শাহেদ আলী প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন