যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪২ নং ওয়াডের্র সাবেক কাউন্সিলর মো. মতিউর রহমান (৫০)-সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বাকি দুজন হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি হত্যা মামলার পলাতক আসামি। বুধবার (১৩ নভেম্বর) বিকালে ও রাত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিলেটের রেস্তোরাঁ
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- সিসিকের ৪২ নং ওয়াডের্র সাবেক কাউন্সিলর মো. মতিউর রহমানকে বুধবার রাত ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনে নাশকতা সৃষ্টির মামলা (সিলেট কোতয়ালি থানার এফআইআর নং-৩৪/৪৭৩) রয়েছে। মতিউর শ্রীরামপুর এলাকার মৃত নশিদ আলীর ছেলে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
অপরদিকে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে রায়হান হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে উপজেলার ইছগাঁও থেকে গ্রেফতার করে র্যাব-৯। গ্রেফতারকৃত দুজন হলেন- জগন্নাথপুরের বাউধরন গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়া (১৯) ও একই গ্রামের কয়ছব আলীর ছেলে শহিদ মিয়া (২১)।
র্যাব জানায়, পূর্ব বিরোধের জের ধরে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাউধরন গ্রামের শাওন মিয়ার বাড়ির সামনে তিনি ও তার সহযোগিরা একজনকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহতকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তার অবস্থার অবনতি হলে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে নিহতের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর দুজনকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। এ মামলার বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন