যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর মদিনা মার্কেটের কালিবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (১৩ নভেম্বর) বুধবার রাতে প্রায় দুই ঘন্টা ব্যাপি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিবাড়ি এলাকায় দীর্ঘ দিন যাবৎ ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা তোলে আসছিলো একটি চক্র। একল ব্যাটারীচালিত রিকশা, মিশুক, টমটম থেকে গাড়ি প্রতি ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত চাঁদা সংগ্রহ করত চক্রটির সদস্যরা। আওয়ামী লীগ সরকার পতনের পর কিছুদিন এসকল অটোরিকশা থেকে চাঁদা তোলা বন্ধ থাকলে হঠাৎ করে আরেকটি চক্র অটোরিকশা চালকদের কাছে চাঁদা দাবি করছিলো। অটোরিকশা চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চক্রটি তাদের কয়েকজন অটোচালকে কালিবাড়ি রোডে গাড়ি আটকিয়ে তাদের গাড়িগুলো ভাংচুর করে একপর্যায়ে অটোরিকশা চালকদের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা শুরু করে। হামলায় আহত হওয়ার খবর শুনতে পেয়ে অটোরিকশা চালকরা কালিবাড়ি এলাকায় জড়ো হলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এসময় সিলেট মহানগর স্বেচ্ছোসেবক দলেন নেতা ও ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আজিজ খান সজিব, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় সময় তিনি আহত হন। তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছের। তবে তিনি বিষয়টা স্থানীয় ভাবে শেষ করার জন্য উবয় পক্ষেকে শান্তানা দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এই ঘটনা খবর পেয়ে জালালাবাদ থানার ওসি সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন