এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাকরি হারালেন আরও ৫৮ এসআই

Daily Jugabheri
প্রকাশিত ০৪ নভেম্বর, সোমবার, ২০২৪ ১৫:৫৪:৫০
চাকরি হারালেন আরও ৫৮ এসআই

যুগভেরী ডেস্ক ::: শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপপরিদর্শককে(এসআই) বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। অব্যাহতিপ্রাপ্ত ৫৮ জনের মধ্যে সাতজন নারী রয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত ২২ অক্টোবর একই কারণে ২৫২ জন প্রশিক্ষণরত এসআইকে অব্যাহতি দেওয়া হয়। ফলে মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো। ৪০ তম আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত এসআই রয়েছেন।

পুলিশ অ্যাকাডেমির একটি সূত্র জানায়, গতমাসে প্রশিক্ষণরত ৫৯ জন এসআইকে শোকজ করা হয়। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদেরকে এই নোটিশ দেওয়া হয়। এর মধ্যে ২১ অক্টোবর পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে ১০ জনকে এবং ২৪ অক্টোবর আরেক চিঠিতে ৪৯ জনকে শোকজ করা হয়।

এর আগে, অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়।

প্রসঙ্গত, পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরেও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে ‘আউটসাইড ক্যাডেট’ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই ‘পাসিংআউটের’ পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে একবছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন