এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা জামায়াতের সদস্য সম্মেলন-এ্যাডভোকেট জুবায়ের

Daily Jugabheri
প্রকাশিত ০৩ নভেম্বর, রবিবার, ২০২৪ ১২:৫৪:৫৬
সিলেট জেলা জামায়াতের সদস্য সম্মেলন-এ্যাডভোকেট জুবায়ের

 যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন দীর্ঘ দিনের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে ৫ অগাস্টে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার এই বিজয় এমনি এমনি হয়নি। এরজন্য বহু ত্যাগ, বহু রক্ত দিতে হয়েছে। অথচ পতিত স্বৈরাচারের দোসররা এখনও দেশবাসীর এই অর্জনকে ম্লান করে দিতে প্রতিনিয়ত নানামুখী ষড়যন্ত্র ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের এই অর্জনকে কোন অপশক্তির চক্রান্তে নস্যাৎ হতে দেয়া যাবে না।
তিনি গত শনিবার (২ নভেম্বর) সকালে নগরীর একটি কমিউিনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার নব নির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলার নব নির্বাচিত আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মো. জয়নাল আবেদীন এবং মো. নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী (উত্তর) আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হাফেজ আনওয়ার হোসাইন খান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরী সেক্রেটারী শাহজাহান আলী। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও মাওলানা লোকমান আহমদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে মো. সেলিম উদ্দিন বলেন সুন্দর-স্বপ্নের কাঙ্খিত দেশ গঠনে তৃণমুল পর্যন্ত নেতৃত্বদানে যোগ্য লোক গড়ে তুলতে হবে। পাড়া মহল্লায় সর্বত্র সন্ত্রাস-দুর্নীতি বন্ধে জামায়াত নেতাকর্মীদেরকে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল সমাজ ও দেশ গঠনে সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন